, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌদি ক্লাব আল হিলালেই পাড়ি জমাচ্ছেন নেইমার!

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ১১:২০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৩ ১১:২০:০৬ পূর্বাহ্ন
সৌদি ক্লাব আল হিলালেই পাড়ি জমাচ্ছেন নেইমার!
এবার গুঞ্জন রয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসসি) ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দিতে যাচ্ছেন নেইমার জুনিয়র। স্প্যানিশ ও ব্রিটিশ বেশ কিছু সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরতে চলেছেন নেইমার। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি দুপক্ষের কারো থেকেই।

 তবে প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দিলেন এক চাঞ্চল্যকর তথ্য। সৌদি আরবের ক্লাব আল হিলাল নেইমারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় একধাপ এগিয়ে গিয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি। নেইমারের দিকে হাত আল হিলাল বাড়িয়ে রেখেছে বেশ আগে থেকেই।

লিওনেল মেসিকে না পেয়ে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল তারা গত মৌসুমে। কিন্তু সে সময় পিএসজি নেইমারকে ছাড়তে প্রস্তুত ছিল না। তবে সম্প্রতি নেইমারকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে পিএসজি। সে কারণে ফের আরেকবার তাকে দলে ভেড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে আল হিলাল।

এদিকে রোমানিওর দেয়া তথ্যমতে বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে বেশ কিছু লোভনীয় প্রস্তাবনাসহ নেইমারকে ইতোমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে সৌদির ক্লাবটি। দুই পক্ষের কথাবার্তাও অনেকটা ইতিবাচক এখন পর্যন্ত। এদিকে মেজর লিগের ক্লাব লস এঞ্জেলস ও লা লিগার বার্সেলোনা ইতোমধ্যেই নেইমারকে দলে ভেড়ানোর জন্য তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।

তবে বার্সায় তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কেননা প্রথমত বার্সার আর্থিক দুরাবস্থা বাগড়া বাধতে পারে আনুষ্ঠানিক এই চুক্তিতে। সেই সঙ্গে হেড কোচ হার্নান্দেজ জাভি চাননা বার্সায় নেইমার আসুক। আবার মেজর লিগের লস এঞ্জেলসে যাওয়ার সম্ভাবনা যাও ছিল সেটিও আল হিলালের প্রস্তাবের পর ফিকে হয়ে গেছে অনেকটাই।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস