, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কক্সবাজার সৈকতে বিষধর সামুদ্রিক সাপ

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৭:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৭:৫১:১৮ অপরাহ্ন
কক্সবাজার সৈকতে বিষধর সামুদ্রিক সাপ
এবার কক্সবাজারের সৈকতে অত্যন্ত বিষধর একটি সামুদ্রিক সাপকে ঘুরে বেড়াতে দেখা গেছে। গতকাল শুক্রবার ১১আগস্ট রাতে শহরের সমিতিপাড়া এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে হলদে পেটের সাপটি দেখা যায়। পরে সাপটি সাগরে চলে যায়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী বলেন, হলদে পেটের এই সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল। তবে ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’