, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাইনবোর্ডে গ্রামের নাম লেখা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত বহু

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৬:১৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৬:১৮:৫৮ অপরাহ্ন
সাইনবোর্ডে গ্রামের নাম লেখা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত বহু
আজ দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের নাম বাজারের সাইনবোর্ডে লেখা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ শনিবার ১২ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলা সদর থেকে পুলিশের একটি বিশেষ টিম গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এর আগে একই দিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

জানা যায়, দীর্ঘ সময় ধরে ভৈরব উপজেলার আকবরনগর ও মিরারচর সংযুক্ত এলাকায় অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর বিরোধ চলছিল। এরই জের ধরে প্রায় এক মাস আগে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে বাজার এলাকায় একটি সাইনবোর্ডে বাজারের নাম লেখা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় সাইনবোর্ডে সড়ক ও জনপথ বিভাগ ‘আকবরনগর বাজার’ লিখে সড়কের পাশে লাগায়। পরে পার্শ্ববর্তী মিরারচর গ্রামের লোকজন সাইনবোর্ডটি ভেঙে ফেলে। এ ঘটনা নিয়ে গত ৯ জুলাই দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষ বাধে। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দসহ থানার ওসির মাধ্যমে ঘটনাটির মীমাংসা করা হয়।

এদিকে প্রায় এক মাস পর ফের দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া করে। এতে উভয়পক্ষের প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কালিকাপ্রসাদ ইউপির চেয়ারম্যান মো. লিটন মিয়া জানান, বাজারের সাইনবোর্ডে লেখা নিয়ে দুই গ্রামবাসী এর আগেও সংঘর্ষ করেছে। শনিবার সকালে তারা সরকারি সাইনবোর্ডে বাজারের নাম লেখাকে কেন্দ্র করে আবার সংঘর্ষে মেতে ওঠে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ। এ সমস্যা সমাধানে দুই পক্ষের সঙ্গে কথা বলে মীমাংসার জন্য বসা হবে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, শনিবার দুই গ্রামবাসীর সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সাইনবোর্ডে এলাকার নাম নিয়ে ঘটনাটি ঘটে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস