, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


ছেলের সহযোগিতায় প্রেমিককে মেরে মাটিতে পুঁতে রাখেন প্রবাসীর স্ত্রী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৬:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৬:১২:২৪ অপরাহ্ন
ছেলের সহযোগিতায় প্রেমিককে মেরে মাটিতে পুঁতে রাখেন প্রবাসীর স্ত্রী
এবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রেমিক শাহিনকে গলায় বেল্ট পেঁচিয়ে হত্যা করে প্রবাসীর স্ত্রী হোসনে আরা জানিয়েছে পুলিশ। আজ শনিবার ১২ আগস্ট দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার জলন্দা গ্রামে প্রেমিকার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের মোজাহার শাহের ছেলে শাহিন শাহ (৪৫)। গ্রেপ্তারকৃত উপজেলার জলন্দা গ্রামের ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী আরা বেগম (৪০)।

পুলিশ জানান, হোসনে আরার সঙ্গে শাহিন শাহের দীর্ঘদিনের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে অবনতি ঘটে। এর জেরে শাহীনকে হত্যার পরিকল্পনা করে হোসনে আরা। একপর্যায়ে শাহিন গত ৭ আগস্ট রাতে হোসনে আরা বাড়িতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পরিকল্পনা অনুযায়ী খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ালে শাহিন অচেতন হয়ে পড়ে।

এ সময় হোসনে আরা গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে শাহিনের মৃত্যু নিশ্চিত করে। পরে টিউবওয়েল বসানোর নাম করে দুই শ্রমিক দিয়ে ১০ ফুট গর্ত খোঁড়েন হোসনে আরা। এ সময় ছেলে আশরাফুল ইসলাম ইমনের (১৪) সহযোগিতায় শাহিনের মরদেহ ওই গর্তে পুঁতে রাখেন।

এদিকে পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত হোসেনে আরাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে। শনিবার তাকে আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। এ ঘটনায় নিহতের ভাই মো. ফিরোজ শাহ বড়াইগ্রাম থানায় হোসনে আরা ও তার ছেলে ইমনসহ অজ্ঞাত আরও দুজনের নামে মামলা দায়ের করেছেন।  
সর্বশেষ সংবাদ
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে: বিলাওয়াল ভুট্টো

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে: বিলাওয়াল ভুট্টো