, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কাল থেকে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি শুরু

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৪:১৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৪:২৮:৩৭ অপরাহ্ন
কাল থেকে টিসিবির চলতি মাসের পণ্য বিক্রি শুরু
প্রতি মাসে বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামীকাল রবিবার সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে চলতি মাসের পণ্য বিক্রি করবে টিসিবি। আজ শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। তবে এ মাসে চিনি বিক্রি করবে না টিসিবি।

প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম ১০০ টাকা করে রাখা হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস