, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাতীয় নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৩:৪৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৩:৪৮:১০ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে বাংলাদেশ চুক্তি করবে না। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার ১২ আগস্ট বেলা ২টায় সিলেট নগরীর শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে কোনো দেশের সঙ্গে চুক্তি না করার ফলে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক পলিসি ব্যালেন্স করে চলে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিদেশি রাষ্ট্রের মন্তব্য করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদেশি কোনো সংস্থার পরামর্শ নিয়ে চলে না। আগামী নির্বাচনে যেন ভুয়া ভোট না হয়, সেই দিকেও সরকার খেয়াল রাখছে। বাংলাদেশের নির্বাচন কমিশন অন্যান্য দেশের তুলনায় শক্তিশালী। 

এ সময় তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
সর্বশেষ সংবাদ