, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে উড়াল দিলেন লিটন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০২:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০২:৫৭:২৫ অপরাহ্ন
লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে উড়াল দিলেন লিটন
বর্তমান সময়ে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন ওপেনার লিটন দাস। ধারাবাহিকতার পুরস্কারটা বেশ ভালোই পাচ্ছেন লিটন। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব মিলছে ডানহাতি এই ব্যাটারের। আইপিএল, গ্লোবাল টি-টোয়েন্টির পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন লিটন।

এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগের চলতি আসরে বাংলাদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলামের পর এবার সুযোগ পেলেন লিটন। সাকিব আল হাসানের দল গল টাইটান্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। একই দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মিঠুন।

যদিও এখনও কোনো ম্যাচের খেলার সুযোগ পাননি তিনি। জাতীয় দলের আরেক তারকা শরিফুলের ক্ষেত্রেও একই চিত্র। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এখনও কোনো ম্যাচে নামার সুযোগ পাননি তিনি। এর আগে চলতি মাসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেন লিটন।

সেখানে সারে জাগুয়ার্সের জার্সিতে উইকেটরক্ষক হিসেবে দারুণ দক্ষতা দেখালেও অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন লিটন। ৭ ম্যাচ ব্যাট করে মাত্র ২১.৭১ গড় ও ১০০ স্ট্রাইকরেটে মোট ১৫১ বল খেলে করেছেন ১৫২ রান। এদিকে, এশিয়া কাপকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। যদিও লঙ্কান লিগে ব্যস্ত থাকায় আরও কয়েকদিন পর দলের সাথে যোগ দেবেন লিটন-সাকিব।
সর্বশেষ সংবাদ
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী