বাংলাদেশ জাতীয় দলের হয়ে একই সাথে খেলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস, আইপিএলেও ডাক মিলেছিল একই দলে। এবার দু’জনের জুটি দেখা যাবে লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল)। এলপিএলের দল গল টাইটান্সের থেকে ডাক পেয়েছেন লিটন। যেখানে আইকন ক্রিকেটার হিসেবে আছেন সাকিব।
বেশ ব্যস্ত সময় পাড় করছেন লিটন দাস। কানাডার গ্লোবাল লিগ খেলে এসেছেন সপ্তাহ পেরোয়নি, এখনো যোগ দেয়া হয়নি জাতীয় দলের ক্যাম্পেও, তবে আবারো দেশ ছাড়তে হচ্ছে লিটনকে। সিপিএল, আইপিএল, গ্লোবাল লিগের পর এবার এলপিএল থেকে ডাক এসেছে তার। ব্যাট হাতে সেরা ছন্দে না থাকলেও ভাগ্য বেশ সহায় হচ্ছে লিটনের।
ইতোমধ্যে এলপিএল খেলতে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছেন লিটন। সবকিছু ঠিক থাকলে আজ বেলা সাড়ে ১২টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। এবারের আসরে পঞ্চম বাংলাদেশী হিসেবে যোগ দিচ্ছেন তিনি। যেখানে তার দলেই সাকিব ছাড়াও আছেন মোহাম্মদ মিথুন।
তবে শুরুর ধারা হারিয়ে ধুঁকছে গল। টানা চার হারে সুবিধাজনক অবস্থানে নেই দলটি। ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এমতাবস্থায় দলে ভারসাম্য ফেরাতে ও ভাগ্য বদলাতে লিটন দাসের দারস্থ হচ্ছে গল টাইটান্স।