, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মাথায় হেলমেট পরে অফিস করছেন সরকারি কর্মচারীরা!

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৯:৩৫:০৭ পূর্বাহ্ন
মাথায় হেলমেট পরে অফিস করছেন সরকারি কর্মচারীরা!
এখন পর্যন্ত মাথায় হেলমেট পড়ে বাইক চালাতে কিংবা মারামারি করতে দেখেছেন। কিন্তু কখনও কি কাউকে দেখেছেন হেলমেট পড়ে অফিস করতে। দেখে না থাকলেও এবার সেই ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানায়। অফিসের ছাদ ভেঙে পড়ে গুরুতর চোট আঘাত পেতে পারেন এই আশঙ্কায় মাথায় হেলমেট পরে কাজ করছেন তেলেঙ্গানার সরকারি কর্মচারীরা।

রাজ্যের জাগতিয়াল জেলার বীরপুরে মণ্ডল পরিষদ উন্নয়নের অফিসে দেখা গেছে এমন চিত্র। কর্মচারীদের অভিযোগ, একটি ভাঙা বাড়িতে তাদের অফিস স্থানান্তর করা হয়েছে। ছাদের পলেস্তারা এর আগে কয়েকজন জখম হওয়ার পর, এবার সাবধানী পদক্ষেপ হিসেবে মাথায় হেলমেট পরতে শুরু করেছেন ওই অফিসের কর্মীরা। 

তারা আরও অভিযোগ করেন, কোনো ধরনের রক্ষণাবেক্ষণ ছাড়াই ব্যক্তি মালিকানাধীন একটা বাড়িতে সরকারি অফিস চালু করা হয়েছে। কিছুদিন আগে এক কর্মচারীর টেবিলে ছাদের পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান তিনি।
 
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিকে ‘বিপজ্জনক’ বলে স্বীকার করে নিয়ে অন্যত্র অফিস খোলার পরামর্শ দেয়া হয়েছে। তারপরেও সেখানে অফিস চালানো হচ্ছে বলে অভিযোগ কর্মচারীদের। এই অফিসে সেবা নিতে আসাদের রক্ষায় এখন থেকে বাইরে টেবিল চেয়ার পেতে সেবা প্রদানের কথা জানিয়েছেন এখানে কাজ করা সরকারি কর্মচারীরা। 
সর্বশেষ সংবাদ