, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির জাদুতে ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে মায়ামি

  • আপলোড সময় : ১২-০৮-২০২৩ ০৮:৪১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৩ ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন
মেসির জাদুতে ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে মায়ামি
এবার গোল করে এবং করিয়ে দিশেহারা দলটাকে যিনি ছন্দে ফিরিয়েছেন, এমন ম্যাচে তিনি গোল না পেলে একটা অপূর্ণতা তো থেকেই যেতো। ভাগ্যবিধাতাও হয়তো চাননি এই অপূর্ণতা। সে কারণেই শেষ গোলটা এলো লিওনেল মেসির পা থেকে। ম্যাচের ৮৬ মিনিটে ফুটবল জাদুকরের সেই গোলে নিশ্চিত হলো ইন্টার মায়ামির লিগস কাপের সেমিফাইনাল।
 
আজ শনিবার ১২ আগস্ট ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি ছাড়া বাকি তিনটি গোলের দুটি করেছেন জোসেফ মার্তিনেজ এবং রবার্ট টেলর। অন্য আরেকটি গোল এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে, আত্মঘাতী থেকে। 

লিওনেল মেসি যোগদানের পর থেকে যেন চেহারাই পাল্টে গেছে ইন্টার মায়ামির। মেসি আসার আগে দশ ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটা আর্জেন্টাইন জাদুকরের ছোঁয়ায় বদলে গেছে পুরোপুরি। বিশ্বকাপজয়ী তারকার আগমনের পর এই নিয়ে টানা পঞ্চম জয় পেল মেজর লিগ সকারের ক্লাবটি। শুধু তাই নয়, লিগ টেবিলের তলানিতে থাকা দলটি এখন স্বপ্ন দেখছে শিরোপা জিতে মৌসুম শেষ করার।  

ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় মিয়ামি। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। মায়ামিতে যোগ দেয়ার পর এই নিয়ে টানা দ্বিতীয়বার পেনাল্টি নেয়ার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাননি মেসি।  এবারও বল তুলে দিয়েছেন সতীর্থ জোসেফ মার্তিনেজের হাতে।  
 
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ফুটবল খেলা মায়ামি বল দখল থেকে শুরু করে আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল। তবে শার্লটও চেষ্টা করেছে বেশ। প্রতি আক্রমণের সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করে বারবারই ব্যর্থ হয়েছে নর্থ ক্যারোলিনার দলটি। প্রথমার্ধের ৩২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তাতা মার্টিনোর দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে মায়ামি। তবে সাফল্য আসে প্রতিপক্ষ ডিফেন্ডারের কল্যানে। শার্লটের আদিলসন মালান্দার আত্মঘাতী গোলে ৭৮ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। আর শেষ গোলটা আসে মেসির পা থেকে।
 
এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট চারেক আগে লিওনার্দো কাম্পানার বাড়ানো বলটা বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় পেয়ে যান মেসি। সেখান থেকে সেটাকে জালে পাঠাতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল। 
সর্বশেষ সংবাদ