, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জুমার নামাজে অসুস্থ হয়ে পড়লেন পবিত্র কাবার ইমাম

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৭:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৭:৪৩:২১ অপরাহ্ন
জুমার নামাজে অসুস্থ হয়ে পড়লেন পবিত্র কাবার ইমাম
আজ জুমার নামাজ আদায় করার সময় অসুস্থ হয়ে পড়েন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ ড. মাহির আল-মুয়াইকিলি। অসুস্থতার কারণে জুমার দ্বিতীয় খুতবা সংক্ষিপ্ত করেন তিনি। কিন্তু নামাজ শুরু করলেও সুরা ফাতেহা পড়া তার পক্ষে সম্ভব হয়নি। আজ শুক্রবার ১১ অক্টোবর শায়খ মাহির আল-মুয়াইকিলি জুমার নামাজের ইমাম ছিলেন।

কিন্তু তাঁর অসুস্থতায় দ্রুত পেছন থেকে শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এগিয়ে আসেন এবং তিনিই মুসল্লিদের নিয়ে নামাজ সম্পন্ন করেন। অবশ্য পরবর্তীতে পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক বিভাগের পক্ষ থেকে শায়খ মাহিরের স্বাস্থ্যের ব্যাপারে সবাই আশ্বস্ত করা হয়।

এক বিবৃতিতে শায়খ আল-সুদাইস জানিয়েছেন, শায়খ মাহির এখন সুস্থ রয়েছেন। তার গুরুতর কোনো সমস্যা হয়নি। হয়ত ক্লান্তিবোধ থেকে এমনটি ঘটেছে। শায়খ আল-সুদাইস সবাইকে শায়খ মাহের আল-মুয়াইকিলির পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া কামনা করেন। 

তিনি আরো বলেন, ইসলামি শরিয়তে প্রয়োজনের প্রেক্ষিতে ইমাম পেছনে সরে আসার নিয়ম রয়েছে। এরপর পেছন থেকে কেউ সামনে যাবে এবং সবার ইমাম হিসেবে নামাজ সম্পন্ন করবে। হাদিসে এমন ঘটনা বর্ণিত হয়েছে। একদিন ওমর (রা.) ফজর নামাজে আবদুর রহমান বিন আউফ (রা.)-কে তাঁর স্থানে নিয়ে আসেন এবং আবদুর রহমান (রা.) মুসল্লিদের নিয়ে বাকি নামাজ পূর্ণ করেন।  সূত্র: আল-আরাবিয়া
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’