, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আওয়ামী লীগ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ: আ ফ ম বাহাউদ্দীন নাছিম

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৩:২৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৩:২৭:২৮ অপরাহ্ন
আওয়ামী লীগ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ:  আ ফ ম বাহাউদ্দীন নাছিম ফাইল ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্র ও পাকিস্তানি বানানোর জন্য বঙ্গবন্ধুর খুনিরা এখনো অপরাজনীতি করে যাচ্ছে। তারা ১৫ আগস্ট কেক কেটে উৎসবে মেতে উঠে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। শুক্রবার (১১ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, একটি বাংলাদেশের চেতনাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। ২১ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে সে স্বপ্ন পূরণ হতে দেয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশকে সক্ষমতার জাতি হিসাবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিএনপি গণমিছিলের নামে দেশের শান্তিকে নষ্ট ও সংবিধানকে পদদলিত করতে চায়। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগ হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস