, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মগবাজার ফ্লাইওভারের ‘সুড়ঙ্গ’ থেকে তিন নারীসহ ৪ ছিনতাইকারী আটক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ১২:৫৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ১২:৫৭:৪২ অপরাহ্ন
মগবাজার ফ্লাইওভারের ‘সুড়ঙ্গ’ থেকে তিন নারীসহ ৪ ছিনতাইকারী আটক
এবার রাজধানীর মগবাজার ফ্লাইওভারের একটি গোপন ‘সুড়ঙ্গ’-এর সন্ধান পেয়েছে হাতিরঝিল থানা পুলিশ। তাদের অভিযানে সেখান থেকে তিন নারী ও এক পুরুষ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময়  আকবর (১৯) নামে এক ছিনতাইকারী সেখান থেকে লাফিয়ে পড়ে আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

এখন আহত যুবক আকবর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তিনি জানান আসলে কি হয় ফ্লাইওভারে সেই গোপন ‘সুড়ঙ্গে’। তিনি বলেন, ওই সুড়ঙ্গে বসে মাদক সেবন করি এবং ছিনতাই করার পর সেখানে লুকিয়ে থাকি। এ চক্রের প্রধান আকবর হোসেন। তার সহযোগী রবিউল হোসেন হৃদয়। তবে এ চক্রে আছে কয়েক নারী ছিনতাইকারী।

তারা দিনের বেশির ভাগ সময় থাকত সুড়ঙ্গের ভেতর। রাতে সুযোগ বুঝে নারী সহযোগীরা পথচারীকে কথার ফাঁদে ফেলে আটকে রাখত। পথচারীর কাছে মূল্যবান কিছু আছে বুঝতে পারলেই এক ধরনের সাংকেতিক শব্দ করলে সুড়ঙ্গ থেকে দেশি অস্ত্র নিয়ে পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়ত সহযোগীরা। পরে ছিনতাই করে নারী সদস্যদের নিয়ে নিরাপদে সুড়ঙ্গে উঠে যেত আকবর। সুড়ঙ্গের ভেতর তারা অনৈতিক কাজেও লিপ্ত ছিল।

এদিকে মগবাজার ফ্লাইওভার দিয়ে রাতে হেঁটে ও মোটরসাইকেলে চলাচলকারী পথচারীদের টার্গেট করত ছিনতাইকারী চক্রের নারী সদস্যরা। তারা পথচারীদের প্রথমে অনৈতিক কাজের প্রস্তাব দিত। কেউ রাজি হলে রশি ও কাঠের মই দিয়ে সুড়ঙ্গের মধ্যে নিয়ে যেত। তারপর তার সবকিছু কেড়ে নিত। কেউ যেতে রাজি না হলে সাংকেতিক শব্দ (শিস) করে সহযোগীদের ডাকত। পরে আকবরসহ তার সহযোগীরা ১০ সেকেন্ডের মধ্যে সুড়ঙ্গ থেকে বেরিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ত।

এদিকে পুলিশ বলছে, দিনের পর দিন হাজার হাজার মানুষ মগবাজার ফ্লাইওভার ব্যবহার করলেও কেউ জানতে পারেনি এই গোপন সুড়ঙ্গের কথা। ফ্লাইওভারের মধ্যে অপরাধীদের বিচরণ ক্ষেত্র থাকার কথা ছিল সবার কল্পনার বাইরে। সেখানে ছিনতাইকারীরা টানা সাত দিনও অবস্থান করেছে। তাদের নারী সহযোগীরা খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করত।
 
চক্রের মূল হোতা আকবর হোসেন, সহযোগী রবিউল হোসেন হৃদয় ও নারী সহযোগী শেফালী ও মিম। তাদের কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, ফ্লাইওভারের নিচে পিলারের ওপরে গোপন আস্তানায় তারা ছোট একটি মই, পুরোনো কম্বল ও রশি ব্যবহার করে সুড়ঙ্গে ওঠানামা করত। তারা লোকচক্ষুর আড়ালে সেখানে দীর্ঘদিন থেকে ওঠানামা করে আসছে।

এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের মধ্যেই বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। গত বুধবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে একটি ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। 
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু