, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে বড় শাস্তি পেলেন মার্সেলো

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ১২:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ১২:৫১:৪৯ অপরাহ্ন
আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে বড় শাস্তি পেলেন মার্সেলো
সম্প্রতি আর্জেন্টিনোস জুনিয়র্সের লুসিয়ান সানচেজকে মারাত্মক চোট দেওয়ার শাস্তি পেলেন মার্সেলো। ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার বুয়েন্স আয়ার্সে কোপা লিবার্তাদোরেসের ওই ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এই রায় দিয়েছে। একই সঙ্গে ৩৫ বছর বয়সী লেফট ব্যাককে ৬ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

এদিকে বল নিয়ে সামনে এগোচ্ছিলেন মার্সেলো। তাকে বাধা দিতে সামনে চলে আসেন আর্জেন্টিনোস জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। বেখেয়ালের বশে ফ্লুমিনেন্সের মার্সেলোর পা পড়ে তার পায়ের ওপর। ভেঙে যায় পা। গুরুতর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনোসের ডিফেন্ডার।

সানচেজের ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে গেলো। মার্সেলোকে লাল কার্ড দেন রেফারি। পা ভেঙে যাওয়ার পর ব্যথায় চিৎকার করছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। দুই দলের খেলোয়াড় জড়ো হয় তার পাশে। ঘটনা ঘটে ম্যাচের ৫৬তম মিনিটে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো। ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

এদিন খেলা শেষে মার্সেলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘আজ মাঠের মধ্যে খুব কষ্টের অভিজ্ঞতা হলো। অসাবধানতাবশত একজনকে চোটাক্রান্ত করলাম। লুসিয়ানো সানচেজ, তোমার দ্রুত সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি যেন তোমাকে সাহায্য করে।’
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ