, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গাজীপুরে চলন্ত ট্রেন থামিয়ে ছিনতাই

  • আপলোড সময় : ১১-০৮-২০২৩ ০৯:৩৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৩ ০৯:৩৯:১৯ পূর্বাহ্ন
গাজীপুরে চলন্ত ট্রেন থামিয়ে ছিনতাই
গতকাল রাতে গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনেই ছিনতাইকারীর হানা দিয়েছে। এ সময় ঢিল ছুড়ে যাত্রীদের আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় তার। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

এ সময় যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কম্পিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সেই সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে ছিনতাইকারীরা, পরে আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করে। এই সময় বেশ কয়েকটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় তারা, এ সময় কয়েকজন আহতও হন।  

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আমরা খবর পাইনি। কেউ অভিযোগ করেনি। তবে ট্রেনের স্টুর্য়াড আহত হয়েছেন শুনেছি। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি কমলাপুর রেলওয়ে  স্টেশনে খবর নিয়ে  জানাতে হবে।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ