, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কারাবন্দি বিএনপি নেতা মারা গেছেন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০৮:৫৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০৯:৩৭:৫৬ অপরাহ্ন
কারাবন্দি বিএনপি নেতা মারা গেছেন ফাইল ছবি
বিস্ফোরক মামলায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিস আলী (৬০) নামের এক বিএনপি নেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত ইদ্রিস আলী রাজধানীর ৫৩৯ নম্বর পূর্ব জুরাইন এলাকার কামিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোশনের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সম্পাদক ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০২ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় কারা অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর প্রমাণপত্রের উদ্ধৃতি দিয়ে জানান, ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কদমতলী থানায় বিস্ফোরকসহ আরো বেশ কয়েকটি মামলায় গত ৩১ জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
সর্বশেষ সংবাদ
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে