আজ টাঙ্গাইলের দেলদুয়ারে দুই সন্তানসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী শাহেদ পলাতক। শাহেদ দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হকের ছেলে।
এদিকে নিহতরা হলো কতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগমের (২৫), তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফির (২)। মনিরার লাশ ঝুলন্ত অবস্থায় এবং দুই ছেলের মৃতদেহ ঘরে পাওয়া যায়।
প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মনিরার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও তার পা মাটিতে ছিল। স্থানীয়দের ধারনা, তাদেরকে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারী মনিরার লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ তিনটি উদ্ধার হয়েছে। শাহেদ পলাতক রয়েছেন। শাহেদকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।