কুষ্টিয়া থেকে: কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় প্রামানিকের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জাসদ সমর্থকদের ৪টি বাড়িঘর ও ১টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট তান্ডবের পর ২৪ঘন্টা পেরুলেও কেউ থানায় মামলা করতে আসেনি।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে পুলিশের নিয়ন্ত্রণে, সবকিছু শান্ত। গতকাল প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ ভাংচুরের ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভেড়ামারা উপজেলার কাচারী পাড়ার বাসিন্দা মুক্তি মিয়া মুঠোফোনে আলাপকালে জানায়, ‘আমার ঘরবাড়ি জ্বালিয়ে লুটপাট করে সবকিছু খুইয়েও এর বিচার চাইতে থানায় গিয়ে মামলা করতে পারছিনা। প্রতিটা মুহূর্তে ভয় আর আতঙ্কে অনাহারে পালিয়ে থেকে সময় পার করছি।
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন বলেন, ‘এঘটনার শুরু থেকেই আমরা দলীয় বিবৃতি দিয়ে জানিয়েছি, এটা নিছক স্থানীয় ভাবে সামাজিক একটা দ্বন্দ্ব থেকে সৃষ্ট। এর সাথে জাসদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই সম্পর্ক নেই। অথচ নানা ভাবে দলীয় কাদা ছুড়াছুড়ি করে একটি মহল পানি ঘোলা করার চেষ্টা করছে। তাছাড়া স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলা করার ঘটনার দিনই শোভনকে শো-কজ নোটিশ দেয়া হয় যা ৭দিন অথিবাহিত হওয়ার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একটা ঘটনার জেরে আরও এক বা একাধিক নৃশংস ঘটনার জন্ম দেয়াটা অনাকাঙ্খিত অনভিপ্রেত। সবগুলি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন’।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘তৃণমূল পর্যায়ে নানাবিধ সামাজিক দ্বন্দ্ব থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতির দায়ভার অধিকাংশ সময়ই দলের উপর এসে ভর করে। অথচ এর সাথে দলের কোন সংশ্লিষ্টতা থাকে না। কুষ্টিয়ার ভেড়ামারাতে যা ঘটেছে তার কোন বিরূপ প্রভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন ও ১৪ দলের শরীক দল হিসেবে জাসদের সাথে রাজনৈতিক সম্পর্কের কোন বিচ্যুতি ঘটার সম্ভাবনা নেই। ঘটনা যা ঘটেছে খুব শীঘ্রই জেলার নেতৃবৃন্দ বসে আমরা ঠিক করে নেবো’।
উল্লেখ্য স্থানীয় আধিপত্য ও একটি মন্দিরের কমিটি গঠন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় ভেড়ামারা শহরের গোডাউন মোড়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সঞ্জয় প্রামাণিকের ওপর হামলা ও উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়ে গতকাল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় জড়িত সন্দেহে জাসদ যুবজোটের বহিষ্কৃত ক্রীড়া বিষয়ক সম্পাদক কারাবন্দী মুস্তাফিজুর রহমান শোভনসহ জাসদ সমর্থকদের বাড়ি ঘরে হামলা অগ্নিসংযোগ ও ভাংচুর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।