, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে প্রথম নারীর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০৪:২৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০৪:২৯:৪৩ অপরাহ্ন
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে প্রথম নারীর মৃত্যু প্রতীকী ছবি
সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ফেরদৌসী খাতুন (৩৫) যশোরের শার্শা উপজেলা সদরের বাসিন্দা। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরদৌসী খাতুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে ভর্তি হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। এর আগে জ্বর আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে ফেরদৌসী কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।

এদিকে, জেলায় আক্রান্তের সংখ্যা ২ শত ছাড়িয়েছে। গত ৪৮ ঘন্টায় নতুন করে আরো ১৪ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ শত ২১ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩১ জন রোগী ভর্তি রয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৪ জন।
 
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’