, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কক্সবাজারে খালের পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০৩:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০৩:৩৫:১৪ অপরাহ্ন
কক্সবাজারে খালের পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় বাড়ি ফেরার পথে খালের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিঙ্গা পাড়ার খালে তারা ভেসে যায়। 

নিহত শিশুরা হলো- স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০) ও ছেলে আমির হোছাইন (৭) এবং তাদের নিকটাত্মীয়  ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)। 

উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তারা সাহেবখালী খালে পড়ে  নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালে  তাদের মরদেহ ভেসে উঠে। 

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বিষয়টি নিশ্চিত করে  বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে

‘জুলাই বিপ্লবের গ্রাফিতি‘ থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে