, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নেছারাবাদে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ০২:০৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ০২:০৫:০৫ অপরাহ্ন
নেছারাবাদে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
তরিকুল ইসলাম, নেছারাবাদ উপজেলা থেকে: সারাদেশের ন্যায় নেছারাবাদ উপজেলায়‌ও বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন গড়ে ৫/৬ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। এই উপজেলা ছাড়াও আশেপাশের উপজেলা থেকে আসছে ডেঙ্গু রোগী। যার কারণে সেবিকাদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। জুলাই মাসের শেষে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকলেও বর্তমানে ভর্তি আছেন ৬৫ জন। 

৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স ১টি ভবনে ১৯ শয্যা বেড নিয়ে রোগীদের সেবা দিচ্ছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও সেবিকারা। রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় মেঝেতে রেখেও সেবা দিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন সব বয়সের মানুষ‌ই। তবে অদ্য পর্যন্ত তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। যে সমস্ত ডেঙ্গু জ্বর রোগীর প্লাটিরেট কমে যায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন জনসচেতনতামূলক ব্রিফিং দিচ্ছেন রোগীদের আত্মীয়-স্বজন সহ রোগীদের মাঝে। বাড়ির আঙিনায় ফেলে রাখা টব, নারিকেলের ছোবড়া সহ বিভিন্ন পাত্রে পানি জমে থাকা পরিষ্কার সহ ব্লিচিং পাউডার ছিটানোর পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া বলেন, ডেঙ্গু পরীক্ষার সকল এন্টিজেন এন্টিবডির কিট, মশারী, বিছানা পর্যাপ্ত মজুদ আছে।