, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বন্যার পানি সেপটিক ট্যাংকে, পরিষ্কার করতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের

  • আপলোড সময় : ১০-০৮-২০২৩ ১০:৪১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৩ ১০:৪১:৫৭ পূর্বাহ্ন
বন্যার পানি সেপটিক ট্যাংকে, পরিষ্কার করতে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
এবার কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বন্যার পানিতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়া সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষক্রিয়ায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বাবা আনোয়ার হোসেন (৭৮)।

আজ বৃহস্পতিবার ১০ আগস্ট চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার ৯ আগস্ট রাত ১১টায় ওই ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়ার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৫০) ও তার ভাই শহীদুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, টানা ভারী বর্ষণে চকরিয়া উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহদ্দারকাটা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের বসতভিটাও বন্যার পানিতে তলিয়ে গেছে। এ সময় তার বাড়ির সেপটিক ট্যাংকে পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে বুধবার রাতে বসতভিটা থেকে পানি নেমে যাওয়ায় আনোয়ার হোসেনের দুই ছেলে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে নামেন।

এ সময় গ্যাসের বিষক্রিয়ায় ট্যাংকের ভেতরে তারা অচেতন হয়ে পড়ে।পরে তাদের উদ্ধার করতে নেমে তাদের বাবাও অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি জাবেদ মাহমুদ জানান, বুধবার রাতে খবর পেয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের বাবা।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর