, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শুক্রবারের পর থেকে আরও বাড়তে পারে বৃষ্টি

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০৫:১৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০৫:১৫:২৪ অপরাহ্ন
শুক্রবারের পর থেকে আরও বাড়তে পারে বৃষ্টি ফাইল ছবি
সারাদেশে গত কয়েকদিন ধরে থেমে থেমে চলছে বৃষ্টি। দেশজুড়ে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে এই বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তিনি আরও বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে এটা স্বাভাবিক। কোনো বাড়তি সতর্কতা বা পূর্বাভাস নেই। তবে, শুধু ঢাকার কথা যদি বলি, তাহলে রোদ উঠবে। গত কয়েকদিনের মতো টানা বৃষ্টি হবে না। বৃষ্টিপাত থাকবে।

এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা কলায় শিল্পকর্ম বিক্রি ৭২ কোটিতে

বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা কলায় শিল্পকর্ম বিক্রি ৭২ কোটিতে