আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: সারাদেশে ২২, ১০১ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে ১২টি জেলার ১২৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিনাজপুরের ঘোড়াঘাটকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বুধবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার উদ্বোধন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়। এতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে জানান, দিনাজপুর জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণার অংশ হিসেবে ঘোড়াঘাট উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হলো এবং উপজেলা
পরিষদ থেকে ১টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অর্থায়ন সহ ৪র্থ ধাপে মোট ১৮৮৭টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এখনো যদি কোনো পরিবার ভূমি ও গৃহহীন থাকে তাহলে সে পরিবারকেও এ কর্মসূচির আওতায় পুনর্বাসিত করা হবে।
এ সময় ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ রানীগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সামসুল ইসলাম, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃদ উপস্থিত ছিলেন। এস এম আরিফুল ইসলাম জিমন