, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে হৃদয়ের মাথায় চুমু দিলেন মিলার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০২:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০২:৪৬:৩৩ অপরাহ্ন
ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে হৃদয়ের মাথায় চুমু দিলেন মিলার
চলতি লংকান প্রিমিয়ার লিগে আগের ম্যাচে প্রথম বলেই মারতে গিয়ে শূন্য রানে আউট হলেও এই ম্যাচে আর সেই ভুল করেননি তাওহীদ হৃদয়। এর আগের একটি ম্যাচে পরপর দুই বলে দুটি ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন হৃদয় এবার গতকাল ও চার হাঁকিয়ে জাফনা কিংসকে জিতিয়েছেন বাংলাদেশের তিনি।

কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা জিতেছে ৬ উইকেটে। ৮ উইকেটে বাবর আজমদের ১৪৬ রানের জবাবে ৩৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছেছে থিসারা পেরেরার দল। গতকাল ১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৮ রান করে জাফনা। রহমানউল্লাহ গুরবাজ ২১ বলে ৩৯ রান করে আউট হন।

এরপর দলীয় ৯৭ রানের মাথায় ১২ রান করে প্যাভিলিয়নে ফিরেন ওয়ানডাউনে নামা চারিথ আসালাঙ্কা। অধিনায়ক থিসারা পেরেরা আউট হন ১৭ রান করে। এরপর জয় থেকে আর খুব বেশি দূরে ছিল না জাফনা। ওপেনার নিশান মদুস্কা ৪৬ রান করে আউট হলে ক্রিজে আসতে হয় হৃদয়কে।

স্ট্রাইক পেয়ে প্রথম বলে সিঙ্গেল নেয়ার পরের দুই বলেই চার হাঁকান হৃদয়। ওই ওভারে পাথিরানা দেন ১২ রান। পরের ওভারের প্রথম বলে লেগ বাই থেকে জাফনাকে চার রান এনে দেন হৃদয়। দ্বিতীয় বলটি ডট দিলেও তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে চার হাঁকান তিনি। অন্য প্রান্ত থেকে হৃদয়ের ব্যাটিং দেখছিলেন কিলার ডেভিড মিলার।

৯ বলে হৃদয় করেন ১৪ রান। তাতে ৫ ম্যাচে ৩ জয় পেল জাফনা। অথচ হৃদয়ের আগে নামা মিলার করেছেন ১ রান। হৃদয় ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে তার হেলমেটের চুমু দেন মিলার। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান তিনে। এর আগে পাথুম নিসাঙ্কার ৩৬, লাহিরু উদারার ২৯, মোহাম্মদ নেওয়াজের ২৭, বাবর আজমের ২৪ ও চামিকা করুনারত্নের ২১ রানে ভর করে ১৪৬ রানের সংগ্রহ পায় কলম্বো।