, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কারিগরি ত্রুটি কাটিয়ে মেট্রোরেল ফের চালু

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ০১:২৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ০১:২৫:৩২ অপরাহ্ন
কারিগরি ত্রুটি কাটিয়ে মেট্রোরেল ফের চালু
কারিগরি ত্রুটির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফুর রহমান জানান, দিয়াবাড়ী থেকে আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল ছেড়েছে। লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে সকাল ৯টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর আগে, সোমবার (৭ আগস্ট) ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করে মেট্রোরেল। ৪০ মিনিট দেরিতে চালু হওয়ায় স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ মেট্রোরেল চলাচলের জন্য উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে ৯টি স্টেশন খুলে দেওয়া হয়। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিনিট পরপর মেট্রোরেল চলছিল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে বর্তমানে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার।
সর্বশেষ সংবাদ
বড় চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ

বড় চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নেই সাকিব-মুস্তাফিজ