সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১১ আগস্ট) ঢাকায় গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন বাদ জুমা রাজধানীতে দুটি গণমিছিল করবে দলটি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।
বিএনপি মহাসচিব বলেন, এক দলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাঁটছাট করেছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে লুট করেছে। বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মোড়কে একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ সরকার।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করছে পুলিশ। মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি করে বিএনপি মহাসচিব বললেন, এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। বিএনপির প্রতিটি কর্মসূচির দিন শান্তি সমাবেশের নামে তারা অশান্তি সৃষ্টি করেছে। দেশের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা গণদাবিতে পরিণত হয়েছে।