, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আজ বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ১১:৩২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ১১:৩২:০৬ পূর্বাহ্ন
আজ বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা
এবার বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত কাটালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকরা। এবার স্বপ্নের সোনালি ট্রফি দেখা সুযোগ পাচ্ছেন ভক্ত-সমর্থকরাও। 

আজ বুধবার ৯ আগস্ট দিনব্যাপী ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীর অংশ হিসেবে ট্রফিটি রাখা হবে। নির্দিষ্ট দূরত্ব থেকে ছবি তোলার সুযোগ পাবেন ভক্তরা। এর জন্য প্রয়োজন হবে না কোনো টিকিট।

এর আগে গতকাল মঙ্গলবার ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সবার আগে ক্রিকেটাররা ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের হাতে করে বিশ্বকাপ ট্রফিটি মিরপুরে মূল মাঠে আনা হয়। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলে নারী ক্রিকেটাররাও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। 

এছাড়াও ক্ষুদে ক্রিকেটারদের এই ট্রফি দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। গত ২৭ জুন বিশ্বকাপের ট্রফিটি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর সেই ট্রফিটি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৪ সেপ্টেম্বর ফের ভারতে শেষ হবে ট্রফির এই যাত্রা। আইসিসি জানায়, এবার সবচেয়ে বেশি ১৮টি দেশে ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি।
সর্বশেষ সংবাদ