, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শনিবার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৩ ১১:২২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৩ ১১:২২:১০ পূর্বাহ্ন
বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ শনিবার ছবি : সংগৃহীত
চলতি ২০২৩ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর শনিবার। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল ২০ এপ্রিল। এবার দ্বিতীয় সূর্যগ্রহণের পালা।  এটি বছরের শেষ সূর্যগ্রহণ। আগামী শনিবার ১৪ অক্টোবর ভারতীয় সময় রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে রাত সোয়া দুইটায়। ফলে এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। 

এই গ্রহণকে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণ বলা হবে। এর নেপথ্যেও রয়েছে কারণ। কঙ্কণাকৃতি সূর্যগ্রহণ নামকরণ কেন? অক্টোবরের এই গ্রহণ মূলত বলয়গ্রাস। আর তারফলেই এমন দিনে আকাশে সূর্যকে কঙ্কণ বা চুড়ির আকারে দেখতে লাগবে। তার কারণেই এই নামকরণ।
 
কোন কোন দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে? ১৪ অক্টোবরের গ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, বাহামাজ, ডমিনিকায়। দেখা যাবে আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, গুয়েতেমালা, আর্জেন্টিনা, কিউবা পেরু, উরুগুয়ে ইত্যাদি দেশে।  

চন্দ্রগ্রহণ কবে? বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস