, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিকটকারদের ফাঁদে পড়ে ঘর ছাড়লেন নোয়াখালীর ২ তরুণী,  ঢাকা থেকে রাত আড়াইটার দিকে উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৩ ০৫:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৩ ০৫:৪৭:৪৪ অপরাহ্ন
টিকটকারদের ফাঁদে পড়ে ঘর ছাড়লেন নোয়াখালীর ২ তরুণী,  ঢাকা থেকে রাত আড়াইটার দিকে উদ্ধার
নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর দুই তরুণীকে টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থেকে তাদের উদ্ধার করা হয়। গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হন।

জানা গেছে, গত ১ মে নিখোঁজ দুজনের অভিভাবক সুধারাম মডেল থানায় জিডি করেন। এরপর তাদের উদ্ধারে ডিবির একটি দল তদন্তে নেমে জানতে পারে, তারা একে অপরের বান্ধবী। একজনের বয়স ২০, অন্যজনের ১৯ বছর। এর মধ্যে একজন বিবাহিত। তার স্বামী প্রবাসী। উভয়েই টিকটক ব্যবহার করতেন। একপর্যায়ে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে তাদের পরিচয় হয়। দলটি দুই তরুণীকে নানান প্রলোভন দেখালে গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে একসঙ্গে ঢাকার উদ্দেশে পালিয়ে যায়।

জেলা ডিবির দলটি ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে টিকটকার দলটির অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় চালিয়ে দুই তরুণীকে উদ্ধার করে। তবে পুলিশের তৎপরতা বুঝতে পেরে ভুক্তভোগীদের রেখে পালিয়ে যায় টিকটকাররা।

নোয়াখালীর এসপি শহিদুল ইসলাম বলেন, যথাসময়ে উদ্ধার না হলে ভারতে পাচার বা অন্য অঘটনের শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটকার দলটিকে শনাক্তের চেষ্টা চলছে।
সর্বশেষ সংবাদ