, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


‘বন্যার অবস্থা খুব খারাপ’ লিখে ডুবে মারা গেলেন বিশ্ববিদ্যালয়ছাত্র

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৭:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৭:৫৬:২১ অপরাহ্ন
‘বন্যার অবস্থা খুব খারাপ’ লিখে ডুবে মারা গেলেন বিশ্ববিদ্যালয়ছাত্র ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে বন্যার পানিতে ডুবে জুনায়েদুল ইসলাম জারিফ নামে (২১) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জারিফ চট্টগ্রামের বিসিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

সোমবার রাত ১০টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জারিফ লেখেন, অতিদ্রুত সময়ের ভেতর লোহাগাড়ার স্কুল-কলেজ ভবনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেন... বন্যার অবস্থা খুব খারাপ।

ওই স্ট্যাটাসের সাড়ে ৩ ঘণ্টা পর রাত ২টার দিকে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার পথে পানিতে তলিয়ে যান তিনি। এর ১৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এর দুদিন আগেও ফেসবুকে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার করে অতিবৃষ্টিতে যেকোনো প্রয়োজনে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও যতদিন থাকতে পারে গরম

আরও যতদিন থাকতে পারে গরম