, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার’

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৫:১২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৫:১২:০৭ অপরাহ্ন
‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের অতিরিক্ত ব্যয় ৮ বিলিয়ন ডলার’ ফাইল ছবি
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশের ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে। জ্বালানিসহ বিভিন্ন আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এই বাড়তি খরচ হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট ) প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী মঙ্গলবার এক ওয়েবিনারে এ তথ্য জানিয়েছেন। 

তৌফিক ই ইলাহী বলেন, একক কোনো জ্বালানির ওপর নির্ভর করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। পরিবেশকে প্রাধান্য দিয়ে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হবে। সৌর বিদ্যুৎ দিয়ে দিনের চাহিদার একটা বড় অংশ পূরণের কথাও ভাবছে সরকার।

বাংলাদেশ এনার্জি সোসাইটি ‘জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর দর্শন: অর্জন ও প্রয়োগ’ শীর্ষক এই ওয়েবিনারের আয়োজন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দীন। সেমিনারে অধ্যাপক নুরুল ইসলাম, সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, ড. ম. তামিম, পিডিবির সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও জ্বালানি সচিব ড. খায়রুজ্জামান মজুমদার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস