, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


এশিয়া কাপ ও বিশ্বকাপ অধিনায়কের নাম ২-৩ দিনের মধ্যেই ঘোষণা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৪:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৪:৫৪:০৪ অপরাহ্ন
এশিয়া কাপ ও বিশ্বকাপ অধিনায়কের নাম ২-৩ দিনের মধ্যেই ঘোষণা
চলতি মাসের গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। ফলে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে আগে বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার জরুরী বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে বিসিবির।

যদিও এই সভায় কোনো ফল আসেনি। তবে সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন আগামী ২-৩ দিনের মধ্যেই অধিনায়ক বেঁছে নেয়া হবে। এর মধ্যে অধিনায়ক হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এদিকে অধিনায়কত্ব নিয়ে চমক দেখার সুযোগ নেই বিসিবির। জালাল ইউনুস জানিয়েছেন সম্ভাব্য তালিকায় নাম আছে সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের। তাদের মধ্য থেকেই আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক বেঁছে নেবে বাংলাদেশ।

গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফিরলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফলে বড় দুটি টুর্নামেন্টের আগে অধিনায়ক শূন্যতায় পড়তে হয়েছে বাংলাদেশকে।
সর্বশেষ সংবাদ