, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেল মা-মেয়ের

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৩:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৩:২৫:২৩ অপরাহ্ন
বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেল মা-মেয়ের ফাইল ছবি
বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে পানিতে ভেসে ম্রো সম্প্রদায়ের ১ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (৭ আগস্ট) বিকালে জেলার কালাঘাটা গুদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে পানিতে তলিয়ে যাওয়া ছাত্রাবাস থেকে ৩৪ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিদ্যুতের সাবস্টেশনগুলো পানিতে ডুবে যাওয়ায় ৩ দিন যাবৎ বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো জেলা। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।  নিহতরা হলেন নূর নাহার (৪২) ও সাবুকননেছা (১৪)। 

পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (৮ আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সেনাবাহিনীর ও প্রশাসন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বান্দরবান ৬৯ সেনা রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মো. মহিউদ্দিন, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, সদর জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসানসহ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প খোলা হলো ২টি, সেনাবাহিনীর ১টি কন্ট্রোল। 

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লামা ও সদর উপজেলায়। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকজন। ২৫৬ টি আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। সেনাবাহিনীর ২টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প কাজ করছে। একাধিক টিম দুর্গতদের সহযোগিতায় কাজ করছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’