ওয়ানডে বিশ্বকাপের বাকি নেই দুই মাসও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ইতোমধ্যে বিশ্ব ভ্রমণে আছে। বর্তমান অবস্থান বাংলাদেশ। বাংলাদেশ সফরের তৃতীয় দিন আজ ৮ আগস্ট মিরপুরে রাখা হয় ক্রিকেটার, কর্মকর্তাদের জন্য। ট্রফির সাথে ছবি তুলে আক্ষেপের সাথে আশার কথা শোনালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
চলতি মাসের গত ৬ সেপ্টেম্বর রাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। এরপর গতকাল ৭ আগস্ট বিকেলে পদ্মা সেতুতে হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন। আজ মিরপুরের পর আগামীকাল ৯ আগস্ট রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রাখা হবে সাধারণ দর্শনার্থীদের জন্য।
এদিকে মিরপুর পর্বে ক্রিকেটারদের পাশাপাশি ছবি তুলেছেন নির্বাচক, বোর্ড কর্তা, ক্রীড়া সংগঠকরা। তাদের মধ্যে ছিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারও। বিশ্বকাপ জিতে খোলা ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নের কথা জানান তিনি।
এ সময় নিজের অনুভূতি জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন,‘ট্রফিটা ছুঁয়ে ধরতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পরে, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
এবারের বিশ্বকাপ নিয়ে নানা কারণেই আশাবাদী বাংলাদেশ। যার মধ্যে অন্যতম ভারতের মতো কন্ডিশনে টুর্নামেন্ট। এর বাইরে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাবাদী করছে ক্রিকেট ভক্তদের। বাশার অবশ্য পারফরম্যান্সের জন্যই আশার পালে বেশি হাওয়া দিচ্ছেন।
তিনি বলেন, ‘প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন-দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি। কারণ, গত দু’বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’