নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখা থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ৬ আগস্ট, রোববার অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন ওই এজেন্ট ব্যাংকের মালিক আনোয়ার হোসেন। সোমবার বিষয়টি জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
অভিযুক্ত ব্যক্তির নাম ওমর ফারুক (৩২)। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জগতপুর এলাকায় তিনি ওই ব্যাংকের এজেন্ট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত ওমর ফারুক তিন বছর ধরে ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত। ১২ জুন হজ করতে তিনি সৌদি আরবে যান। ১৮ জুলাই দেশে ফেরেন। দেশে আসার পর ওমর ফারুকের কাছে এজেন্টের সব হিসাব চাওয়া হয়। কিন্তু তিনি পরে হিসাব দেবেন বলে আর অফিসে আসেননি। পরে বিভিন্ন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ওমর ফারুক এক কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এজেন্ট শাখার মালিক অভিযোগ করেছেন। কিন্তু কোনো গ্রাহক এখনও অভিযোগ করেননি।