, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেহেরপুরে এক মাসে ৩৯ টি মোবাইল ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার 

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০৩:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০৩:০১:২২ অপরাহ্ন
মেহেরপুরে এক মাসে ৩৯ টি মোবাইল ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার 
সেলিম রেজা, মেহেরপুর থেকে: মেহেরপুরে এক মাসে ৩৯ টি মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করে সেগুলো নিজ নিজ মালিকের নিকট ফেরত দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৯ টি মোবাইল উদ্ধার ও বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করে সেগুলো নিজ নিজ মালিকের নিকট ফেরত দেওয়া হয়।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। গত এক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের ৩৯টি মোবাইল,যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। মেহেরপুর জেল বিভিন্ন সময়ে চুরি হওয়া মোট ৩৯ টি মোবাইল গত ১ মাসে উদ্ধার করে তাক লাগিয়ে দেয় মেহেরপুর পুলিশের সারবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

মোবাইল হারিয়ে যাওয়া ভুক্তভোগীরা বলেন, মোবাইল হারানোর পর শুধুমাত্র একটু দেরি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বরাবর একটা দরখাস্ত করেই খুব সহজেই মোবাইল ফোন গুলো ফিরে পেয়েছি।মেহেরপুরে পুলিশ সুপার রাফিউল আলম বলেন, মোবাইল চুরি হলে শুধুমাত্র একটি জিডি করতে হবে। জিডিতে চুরি যাওয়া মোবাইলের আইএমইআই নাম্বার এবং সেই মোবাইলে থাকা সিম কার্ডের নাম্বার জিডিতে উল্লেখ করতে হবে।

এরপর সংশ্লিষ্ট থানায় জিডি করার পর মেহেরপুর সাইবার প্রাইম ইনভেস্টিগেশন সেল বরাবর একটি আবেদন করতে হবে। তাহলেই মোবাইলটি উদ্ধার করতে আমরা সক্ষম হব।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ১৩ জনের ১৩ টা মোবাইল মুজিবনগর উপজেলার ১১ টি মোবাইল এবং গাংনী উপজেলার ১৫ টি সর্বমোট ৩৯ টি মোবাইল এবং বিকাশ প্রতারণার নগদ ৬০ হাজার টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেন।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, এস আই মনির সহ মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস