এবার টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে পাহাড়ধসে সন্ধ্যা রানী শীলের (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টার পরও তার মেয়েকে উদ্ধার করা যায়নি। এ ছাড়াও চারদিকে পানি থাকায় মরদেহ সৎকার করা যাচ্ছে না।
আজ মঙ্গলবার ৮ আগস্ট বেলা ১১টায় বান্দরবান সদরে কালাঘাটা গোধার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,কালাঘাটা গোধার পাড় এলাকার বাশি শীলের স্ত্রী সন্ধ্যা রানী শীল (৫২) ও তার মেয়ে বুলু শীল (২২)।
এদিকে নিহতদের স্বজনরা জানান, সোমবার দুপুরে বাশি শীলের পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছিল। পরে সন্ধ্যা রানী পূজা-অর্চনা ও বুলু ঘরের বারান্দায় বসে চা পান করছিল। কিন্তু হঠাৎ পাহাড়ধসে ঘরটি চাপা পড়ে সন্ধ্যা রানী ও মেয়ে বুলু শীল নিহত হন। এ সময় সন্ধ্যা রানীর মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু এখনও সন্ধান মেলেনি তার মেয়ের।
এদিকে চারদিকে পানি থাকায় সন্ধ্যা রানীর মরদেহ সৎকার করা যাচ্ছে না। এ সময় দেখা যায়, মায়ের সৎকারের অপেক্ষায় মরদেহের পাশেই বসে অপেক্ষা করছেন ছেলে সুমন শীল ও তার স্বজনরা।
এ বিষয়ে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত দাশ জানান, কালাঘাটা গোধার পাড় এলাকায় পাহাড়ধসে নিহত মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মেয়ের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।