, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চারদিকে শুধু পানি, মায়ের মরদেহ সৎকারের অপেক্ষায় ছেলে

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০২:৩৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০২:৩৯:০০ অপরাহ্ন
চারদিকে শুধু পানি, মায়ের মরদেহ সৎকারের অপেক্ষায় ছেলে
এবার টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে পাহাড়ধসে সন্ধ্যা রানী শীলের (৫২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টার পরও তার মেয়েকে উদ্ধার করা যায়নি। এ ছাড়াও চারদিকে পানি থাকায় মরদেহ সৎকার করা যাচ্ছে না।

আজ মঙ্গলবার ৮ আগস্ট বেলা ১১টায় বান্দরবান সদরে কালাঘাটা গোধার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,কালাঘাটা গোধার পাড় এলাকার বাশি শীলের স্ত্রী সন্ধ্যা রানী শীল (৫২) ও তার মেয়ে বুলু শীল (২২)।

এদিকে নিহতদের স্বজনরা জানান, সোমবার দুপুরে বাশি শীলের পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছিল। পরে সন্ধ্যা রানী পূজা-অর্চনা ও বুলু ঘরের বারান্দায় বসে চা পান করছিল। কিন্তু হঠাৎ পাহাড়ধসে ঘরটি চাপা পড়ে সন্ধ্যা রানী ও মেয়ে বুলু শীল নিহত হন। এ সময় সন্ধ্যা রানীর মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু এখনও সন্ধান মেলেনি তার মেয়ের।
 
এদিকে চারদিকে পানি থাকায় সন্ধ্যা রানীর মরদেহ সৎকার করা যাচ্ছে না। এ সময় দেখা যায়, মায়ের সৎকারের অপেক্ষায় মরদেহের পাশেই বসে অপেক্ষা করছেন ছেলে সুমন শীল ও তার স্বজনরা।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত দাশ জানান, কালাঘাটা গোধার পাড় এলাকায় পাহাড়ধসে নিহত মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মেয়ের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর