, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মুহুর্তে কমেন্ট্রি করা হবে জীবনের বড় পাওয়া: আতহার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৩ ০১:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০১:২৯:২৮ অপরাহ্ন
বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মুহুর্তে কমেন্ট্রি করা হবে জীবনের বড় পাওয়া: আতহার
চলতি মাসের গত ৬ আগস্ট মধ্যরাতে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের ট্রফি। গতকাল সোমবার পদ্মা সেতুতে হয়েছে বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি দেখতে এসে বিশ্বকাপে বাংলাদেশের ট্রফি জেতার মুহুর্তে কমেন্ট্রি করার অনুভূতি জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারভাষ্যকার আতহার আলী খান।

আজ সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও মিডিয়ার জন্য উন্মুক্ত ছিলো ট্রফি। 

সেখানে গণমাধ্যমকে আতহার বলেন, “ভালো খেলুক, ট্রফিটা নিয়ে আসুক; এইটাই প্রত্যাশা। এইটা একটা ঐতিহাসিক মুহুর্ত হবে, এই স্বপ্নটা শুধু আমি দেখছি না। অবশ্যই সুযোগ যদি দেয় আল্লাহ্ তায়ালা আমাকে কমেন্ট্রি করার জন্যে, তাহলে এরচেয়ে বড় পাওয়া আর আমার জীবনে কিছু হবে না”

এদিকে বাংলাদেশের ট্রফি জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতিও। তিনি বলেন, “বাংলাদেশের কাছে আমাদের সবারই আশা অনেক বেশি, প্লেয়ার হিসেবে এবং জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয়ে সিনিয়র জুনিয়র মিলে সবাই তাদের সেরা ফর্মে আছে। এই ফরম্যাটটা আমরা ভালো খেলি, তাই আমরা তাদের কাছে বেস্টটাই আশা করবো”

আগামীকাল ৯ আগস্ট বসুন্ধরা শপিংমলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ জনগণরা দেখার সুযোগ পাবেন বিশ্বকাপের ট্রফি।
সর্বশেষ সংবাদ