গোয়েন্দা নজরদারি এড়িয়ে বঙ্গবন্ধুর নির্দেশনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছয় দফা দাবিতেও দৃঢ় অবস্থান ছিল বঙ্গমাতার।
আজ মঙ্গলবার ৮ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন, রাজনীতি থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে ছিলেন বঙ্গমাতা। ১৫ আগস্টের ঘাতকদের কাছে নিজের প্রাণ ভিক্ষাও চাননি তিনি। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পাশে থেকে সবসময় প্রেরণা জুগিয়েছেন ফজিলাতুন নেছা মুজিব। দেশ, জনগণ ও রাজনীতি নিয়ে সর্বদা সজাগ থাকতেন বঙ্গমাতা।