, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৮:৪৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৮:৪৯:১৭ অপরাহ্ন
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে মানববন্ধন
এবার ময়মনসিংহের গফরগাঁওয়ে 'আদর্শের হয় না মরণ; শোক থেকে হোক জাগরণ' শ্লোগান নিয়ে মানববন্ধন ও নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে উপজেলা যুবলীগ। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকালে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সজিব।

এদিকে মানববন্ধনে বক্তারা ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

এ সময় উপজেলা যুবলীগের সদস্য মো. আতিকুল ইসলাম, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ তালুকদার, ইমাম সরকার প্রমুখসহ যুবলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের দপ্তরে উপস্থিত হয়ে একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ তার বক্তব্যে বলেন, একাত্তরের ১৫ আগস্টের নেপথ্য নায়ক জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করে। আর ২১ আগস্ট হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক জিয়াউর রহমানেরই কুপুত্র তারেক রহমান। আমরা জিয়াউর রহমানের মরণোত্তর শান্তি, তারেক জিয়াকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী দল বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানাই।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর