, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির ফ্রি-কিক অন্য খেলোয়াড়দের পেনাল্টি কিকের সমান: এফসি ডালাসের কোচ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৭:১১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৭:১১:৫৪ অপরাহ্ন
মেসির ফ্রি-কিক অন্য খেলোয়াড়দের পেনাল্টি কিকের সমান: এফসি ডালাসের কোচ
এবার মেসি জাদুতে বুঁদ পুরো যুক্তরাষ্ট্র। মেজর লিগ সকারে আগমনটা রাজার মতোই হয়েছে মেসির। লিগ এখনও শুরু হয়নি, তবে লিগ কাপে ঝড় তুলেছেন আর্জেন্টাইন মহাতারকা। এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন মেসি, সবগুলোতেই গোল করেছেন। গোলে সহায়তাও করেছেন।

আর দল হিসেবে ইন্টার মায়ামিও জিতেছে চারটি ম্যাচই। তাই বলা চলে, মেসির শুরুটা হয়েছে তার স্বভাবসুলভ জাদুতেই। সর্বশেষ ম্যাচেও হারতে বসেছিল মায়ামি। ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মেসি।

সেখান থেকে ম্যাচ টাইব্রেকারে গড়ায়, ৫-৩ ব্যবধানে জিতে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মেসির দল। ফ্রি-কিক থেকে গোল মেসির ট্রেডমার্কই বলা চলে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৪টি গোল তিনি ফ্রি-কিক থেকেই করেছেন। তার এই দুর্দান্ত স্কিল নিয়ে প্রতিপক্ষও যেন মুগ্ধ।

এফসি ডালাসের কোচ এস্তেভেজ মেসির জন্য প্রশংসা ঝড়ালেন, 'খুব বেশি কিছু বলার নেই। সবাই দেখতেই পাচ্ছে কী ঘটছে। মেসির জন্য ওইরকম জায়গায় ফ্রি-কিক যা, অন্য কোনো খেলোয়াড়ের জন্য সেটা পেনাল্টির মতোই। আপনাকে প্রার্থনা করতে হবে, যেন সে বলে শট নেওয়ার আগে পড়ে যায় বা বল বাইরে চলে যায়।' 

এদিকে ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে সাত গোল করেছেন মেসি। যার মধ্যে সর্বশেষ টানা তিন ম্যাচেই করেছেন জোড়া গোল। মায়ামির হয়ে নিজের অভিষেকেই ম্যাচের অন্তিম মুহূর্তে ফ্রি-কিক থেকে গোল করে দলকে জিতিয়েছিলেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী অধিনায়ক।  
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস