, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ডিবিতে ৪ জনের বিরুদ্ধে অপু বিশ্বাসের অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৬:৩৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৬:৩৮:০৫ অপরাহ্ন
ডিবিতে ৪ জনের বিরুদ্ধে অপু বিশ্বাসের অভিযোগ
এবার যুক্তরাষ্ট্র ও কলকাতা ভ্রমণ শেষে অপু বিশ্বাস এখন দেশে অবস্থান করছেন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মাঝেই হঠাৎ করে তিনি প্রথমে নারায়াণগঞ্জের ফতুল্লা থানা, ডিবি কার্যালয়ে হয়ে, ভাটারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার এই তিন জায়গায় যাওয়াকে কেন্দ্র করে তৈরি হয় রহস্য। তবে সেই রহস্যের জট খুলে দেন ডিএমপির ডিবিপ্রধান।

মূলত ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করে ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ডিবি অফিসে লিখিত অভিযোগ দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিযোগ আমলে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয় ও সন্ধ্যায় ভাটারা থানা থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অপু।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের কার্যালয়ে গিয়েছিলাম। তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, দ্রুতই এসব অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে। দেড়-দুই বছর ধরে আমার বিরুদ্ধে ইউটিউবে ভিডিও বানিয়ে এবং ফেসবুকে নানা ধরনের মানহানিকর, অপমানজনক মন্তব্য করে যাচ্ছে অনেকেই। এতে সামাজিক ও পারিবারিকভাবে সম্মান নষ্ট হচ্ছে আমার।

এ চিত্রনায়িকা আরও বলেন, আমাকে নিয়ে যারা ফেসবুক ও ইউটিউবে কুরুচিপূর্ণ এবং অপমানজনক কাজের সঙ্গে জড়িত, তাদের কয়েকটি লিংক সংগ্রহ করেছিলাম। তার মধ্যে থেকে মোট চারজনের চারটি লিংক সংযুক্ত করে থানা ও ডিবি অফিসে লিখিত দিয়েছি।

গতকাল রবিবার ৬ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান তিনি। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই হারুন অর রশীদের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন অপু বিশ্বাস। এ সময় অপুর পাতে খাবার তুলে দিতে দেখা যায় হারুনকে। খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে সেখানে যাওয়ার কারণ জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
সর্বশেষ সংবাদ