, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে জলাবদ্ধ সড়কে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০৫:৫৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০৬:২১:৩৬ অপরাহ্ন
চট্টগ্রামে জলাবদ্ধ সড়কে ডুবে প্রাণ গেল কলেজছাত্রীর
এবার চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সড়ক পার হতে গিয়ে নিপা পালিত নামের ওই ছাত্রী পানিতে ডুবে যায় বলে জানিয়েছে স্বজনরা। হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ‘নিপার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। সোমবার সকালে পরীক্ষা দিতে বের হয়। পরে খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।

সেখানে কোমর সমান পানি ছিল। তিনি আরো বলেন, ‘নিপার মৃগি রোগ ছিল, ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় এই রোগের কারণে ডুবে গিয়েছিল।’

এদিকে হাটহাজারী থানার পরিদর্শক নুরুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা