বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ্ মুহম্মদ হাবীবুর রহমান মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৭ আগস্ট) সকাল ৮টায় রাবি ক্যাম্পাস সংলগ্ন ধরমপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
আজ বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানায়ার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্র বলছে, অধ্যাপক শাহ মোহাম্মদ হাবীবুর রহমান ১৯৭০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতায় যোগ দেন ও ২০১২ সালে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে অধ্যাপনা ছাড়াও রাবির নির্বাচিত সিনেট, সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির সদস্য, বিভাগীয় সভাপতি ও দুই দফায় জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ অন্য কয়েকটি দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। প্রশাসক হিসেবে জনসংযোগ দপ্তর পরিচালনায় তাঁর অবদান স্মরণ করে তিনি মরহুমের রুহের শান্তি কামনা করেছেন।