ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র্যালি, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু হয়েছে। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)র আয়োজনে সোমবার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে সচেতনতামূলক র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঠাকুরগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিনের নেতৃত্বে র্যালিতে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম,সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিনা পারভীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
র্যালি চলাকালে সড়কে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা । এ সময় মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে বিশেষ ওষুধ স্প্রে করা হয়।