, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নাম পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সাইবার নিরাপত্তা আইন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ০১:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ০১:৫০:১৬ অপরাহ্ন
নাম পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে সাইবার নিরাপত্তা আইন প্রতীকী ছবি
অবশেষে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা পরিবর্তন করে আসছে সাইবার নিরাপত্তা আইন। আজ সোমবার ৭ আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন খসড়ায় আগের আইনের কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। জানা যায়, এটি  ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে।

এর আগে, ২৫ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস