, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ১১:৪৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ১১:৪৯:০৮ পূর্বাহ্ন
সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৩ জেলে আটক
সেলিম হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার সুন্দরবনের নদীতে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অভিযোগে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। শনিবার দিবাগত রাতে সুন্দরবন এলাকার খোলপেটুয়া নদী, লেবুখালী খাল ও কপোতাক্ষ নদী এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

এসময় তাদের ব্যবহৃত ৫টি নৌকা, ৯টি কলজাল, আনুমানিক ৩০ কেজি কাকড়া এবং ৩টি বরফের বক্স জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, বুড়িগোয়ালিনি গ্রামের শামসুল গাজীর পুত্র মোক্তার হোসেন (৩৭), মৃত কাদের গাজীর পুত্র মোরশিদ গাজী(৫৫) এবং গোলখালী গ্রামের হাকিম মোড়লের পুত্র শিমুল মোড়ল(৩০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা নূরুল আমিন জানান, সুন্দরবনের ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সুন্দরবনের মধ্যে মাছ এবং কাকড়া ধারায় তাদের আটক করা হয়েছে। এবিষয়ে বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
সর্বশেষ সংবাদ
১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু

১৮০০ বছর পর তুরস্কের প্রাচীন কেস্ট্রোস ফোয়ারা চালু