, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বড় চমকে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৩ ১১:৩০:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৩ ১১:৩০:১৭ পূর্বাহ্ন
বড় চমকে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
ওয়ানডে বিশ্বকাপের শুরু হতে প্রায় দুই মাসের মতো সময় বাকি; ৬ আগস্ট, রবিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রাথমিক দল ঘোষণার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে।

আগামী ৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক দল ঘোষণা করতে হবে। সোমবার ১৮ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চমক হিসেবে দলে নেই মারনাস লাবুশেন।

বিশ্বকাপে অংশ গ্রহণ করার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাথে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে।

অস্ট্রেলিয়া দলে চমক বলতে দুই নাম; তানভীর সাঙ্ঘা ও অ্যারন হার্ডি। এছাড়া সব পরিচিত মুখ নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে অজিরা।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন