, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিজেপির আমন্ত্রণে ভারত গেলেন আ.লীগের প্রতিনিধি দল

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৩ ০৮:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৩ ০৮:০৮:২৬ অপরাহ্ন
বিজেপির আমন্ত্রণে ভারত গেলেন আ.লীগের প্রতিনিধি দল
এবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির আমন্ত্রণে ভারত সফরে গেছেন আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল। আজ রবিবার বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করে দলটি।  

এদিকে সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরোমা দত্ত। 

নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার সম্ভব হচ্ছে না: রাশেদা সুলতানানির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার সম্ভব হচ্ছে না: রাশেদা সুলতানা জানা গেছে, তিন দিনের এই সফরে প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। 

এছাড়া বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক হবে। আগামী ৯ আগস্ট প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত মে মাসে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল।
সর্বশেষ সংবাদ